হঠাৎ একদিন
মো: আকাশ হোসেন
হঠাৎ একদিন দেখা হবে নির্যাস সন্ধ্যায়
যেখানে থাকবে জীবনের শেষ সীমানা,
সমুদ্রের কলহ স্রোতের কান্নার আওয়াজে
অন্ধকারে ডুবে মরবে আমার জীবন।
সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হবে
গভীর রাত পেরিয়ে সকাল আসবে
কেউই আমার মৃত দেহটাকে দেখতে আসবে না।
ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকবে আমার দেহ।
গোলাপের পাপড়ির ছড়ানো নির্যাস
আমার মৃত দেহটাকে নিশিপদ্ম করে তুলবে।
নীড়ের পাখিদের মিষ্টিমধুর কলকাকলি,
আমাকে প্রতিশোধপ্রবন করে তুলবে।
সমুদ্রের বাধাঁহীন তীর্যক প্রকম্পিত ঢেউ
প্রতিবাদী করে তুলবে আমার দেহটাকে।
শ্বাশত কন্ঠে পূর্ণজাগরণ হবে আমার দেহ,
আমার চিৎকারে বিমূর্ষ হবে যুদ্ধক্ষেত্র।
এভাবেই রচয়িত হবে অমরালোক ইতিহাস,
আমি জেগে উঠবো, তর্জ্জনী হবো হঠাৎ একদিন।