কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ এপ্রিল) ২০২৪ ইং সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ, নিকলী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেনসহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, নিকলী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিওকর্মী এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
সর্বজনীন পেনশন স্কিমের অন্যতম গুরুত্বপূর্ণ ৩টি স্কিম হলো সুরক্ষা, প্রবাস ও প্রগতি।
অবহিতকরণ সভায় স্লাইড (তথ্য চিত্র) প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।এ সময় তিনি পেনশনের চাঁদা কিভাবে দিতে হবে, গ্রাহক কিভাবে পেনশনের টাকা পাবেন এসব বিষয় বিস্তারিত ভাবে তুলে ধরে বলেন, পেনশন স্কিম চালু বর্তমান সরকারের একটি সর্বোত্তম কর্মকাণ্ড। সর্বজনীন পেনশন স্কিমে মানুষের সুরক্ষার বিষয়টি রয়েছে।এই পেনশনের ফলে শেষ বয়সে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না,এটা তাদের শেষ অবলম্বন।এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ।