ঢাকাবৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
মার্চ ২৮, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের কারংকা পাছপাড়া গ্রামে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে,বৃহস্পতিবার(২৮মার্চ) দুপুর ১টার দিকে জাহেদ আলীর দুই ছেলে খোকন মিয়া ও বাবুল মিয়ার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খোকন মিয়া ঢাকিয়া রিকসা চালিয়ে জিবীকা নির্বাহ করে এবং বাবুল মিয়া ভূগর্ভস্থ বালু উত্তোলনে লেবারের কাজ করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়।ঘটনার সময় দুই ভাইয়ের মধ্যে কেউ বাড়ীতে ছিলেন না।
খোকন মিয়ার স্ত্রী জানান,দুপুরে আমার শিশু বাচ্চা ঘরে ঘুমিয়ে ছিল।আমি এবং আমার জা প্রতিবেশির বাড়িতে গিয়েছিলাম।হঠাৎ দেখি আমাদের দুইটি ঘরে আগুন জ্বলছে।তাড়াহুরা করে আমার শিশু বাচ্চাকে ঘর থেকে বের করে আনি।আমাদের পড়নের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই।ফ্রিজ,টিভিসহ নতুন তোলা ঘরটির সবকিছু আগুনে ছাই হয়ে গেছে।
ওই এলাকার জাতীয় পার্টির নেতা ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে এলাকাবাসী মিলে আগুন স্থানীয়ভাবে আগুন নেভানোর কাজ করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই।খবর পেয়ে একটু দেরিতে হলেও ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ করে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।তিনি আরও জানান,দুটি পরিবারের অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
খবর পেয়ে তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে পোড়া দুইটি পরিবারের মাঝে ৫হাজার করে ১০হাজার টাকা নগদ প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।