সেবাই পুলিশের ধর্ম ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ সর্বদা নিজেকে জনগণের সুরক্ষার জন্য নিজেদের নিয়োজিত করছেন । দেশ ও জাতির কল্যাণে সর্ব উওম ভূমিকা পালন করছেন বাংলাদেশ পুলিশ। এছাড়াও দিন-রাত কঠোর পরিশ্রম করে সেবা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে। এমন একজন পুলিশ সদস্যের কথা অতুলনীয় ,ঢাকা জেলায় কর্মরত অদম্য সাহসী,সৎ,চৌকস ও সংগ্রামী পুলিশ সদস্য মোঃ আফজাল। তিনি,ব্যক্তি জীবনে সৎ পরিশ্রমী ও বাংলাদেশ পুলিশের এক জন গর্বিত সদস্য ।
তিনি পুলিশে যোগ দানের পর থেকেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করে,অন্যের সুখে-দুঃখে নিজেকে বিলিয়ে দেন। তিনি বলেন,বাংলাদেশ পুলিশে যেদিন থেকে আমি যোগদান করেছি সেদিন থেকেই জনগণের সেবায় নিয়োজিত এবং আমার ঊর্ধ্বতম কর্মকর্তাদের নির্দেশ,মোতাবেক আমার কর্তব্য সৎ ভাবে পালন করে এসেছি এবং আজ ও আসছি। আমি নিজেকে গর্বিত মনে করি কারণ আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। বর্তমান পুলিশ,আইনি সেবার পাশাপাশি সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা অতুলনীয় । আমি নিজেও আমার ব্যক্তিগত অর্থ দিয়ে মানুষকে সহয়তা করি। সাধারন জনগনের মাঝে আমার যতটুকু আছে ততোটুকুই দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।