সত্য লিখে কেউ জেলে যায় এই সমাজের আয়না
কেউ তো আবার ভয়ে মরে জেলে যেতে চায় না!
এই সমাজের ভালো মন্দ তারাই তোলে আনে
কখন কোথায় ঘটছে কীসব তারা শুধু জানে।
কেউবা থাকে মুখোশ পরা সত্য খোঁজে যায় না
বিপদ-আপদ তাদের আবার একটুও যে পায় না।
তারা খোঁজে বেডের খবর অন্য খবর নেয় না
গালি ছাড়া জনগনে আশিস তাদের দেয় না।
পাচার হওয়া টাকার খবর দেয় কখনো লিখে
কেউ তো আবার জানের ভয়ে বিবেকটাকে বিকে!
যায় এড়িয়ে অনেককিছু পর্দা ফেলে চোখে
বলতে থাকুক যা মনে চায় দেশের সকল লোকে।
চাইলে তারা সত্য লিখে ফেলতে পারে সাড়া
জনগণের বিবেক তখন দিতে পারে নাড়া
সাংবাদিকে ঠিক হলে ফের ফিরে পাবে ছন্দ
জাগবে দেশের আমজনতা রুখতে সকল মন্দ।
কলমযোদ্ধা সাংবাদিক আজ ওঠেই যদি জেগে
সব অনাচার স্বদেশ থেকে যাবেই যাবে ভেগে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।