অলস ছেলে
সাইদুল ইসলাম সাইদ
অলস হয়ে যাচ্ছে দিন,
লেখাপড়ায় ফাঁকা।
খাবার বেলা আগে হাজির
খায় সে একা একা।
কাজের বেলা বেশ বাহানা
থাকে অলস হয়ে,
সময় পেলে লেখাপড়ায়
বই দেখে না চেয়ে।
সব কিছুতে না বলে যায়
বই পড়িব বলে।
খেলায় সে যে ব্যস্ত থাকে
বই পড়িব ছলে।
অলস ছেলের কাটছে দিন
মজামাস্তি করে।
পরীক্ষাতেই গোল্লা পেলে
বুঝবে ব্যথা টা রে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।