ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে করগাঁও ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
জানুয়ারি ১৫, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে সোমবার (১৫জানুয়ারী)

অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে করগাঁও ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের নিজস্ব কার্যালয়ে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের সদস্যদের মধ্যে দেশে এবং প্রবাসে অবস্থানরত সদস্যগণের ব্যাক্তিগত অর্থায়নে প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার প্রকৃত অসহায়,হত দরিদ্র, সুবিধাবঞ্চিত,ছিন্নমুল, শীতার্ত দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের সভাপতি আজহারুল হাসান রাজিব,করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুল,ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,কোষাধ্যক্ষ আবুবকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক সোহাগ খান,রফিকুল ইসলাম,মন্টু,মোবারক সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজহারুল হাসান রাজিব বলেন ২০০০ ইং সাল থেকে প্রায় ২৪ বছর যাবৎ উক্ত ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকে ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রতিবছরই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।যে সকল বন্ধুরা মানবিক সহায়তা কার্যক্রমে শুরু থেকে পরিশ্রম ও আর্থিক সহযোগিতা করেছেন এবং যারা এ বছর অনিবার্য কারণে মানবিক কাজে সময় ও আর্থিক সহযোগিতা করতে পারেননি তাদের সকলকেই প্রতি বছরের ন্যায় ভবিষ্যতে সকল মানবিক প্রোগ্রাম গুলোতে আরো বেশি আন্তরিক হয়ে অংশগ্রহন করার জন্য আহ্বান জানিয়ে সবাই কে করগাঁও ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফ্রেন্ড’স সার্কেল ক্লাব একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন উক্ত সংগঠনে দেশ ও বিদেশে অবস্থানরত সকল বিত্তবানদের কে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসার আহব্বান জানান।তীব্র শীতের মধ্যে এলাকার হত দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে করগাঁও, ফ্রেন্ড,স সার্কেল ক্লাবের এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের বিষয়টি এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।