ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আরমান জিহাদের দু’টি ছড়া

ডেস্ক এডিটর
আগস্ট ২৩, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আরমান জিহাদের দুটি ছড়া:

১. ন্যায্য

সকাল বেলা ঘুম ভেঙে যায়
মায়ের ডাকে কল্পনা
স্বপ্নে দেখি রাজা আমি
সত্যি এটা, গল্প না।

একা রাজ্য শাসন করি
কেউ কেউ তা মানত না
সাজা দিতাম বন্দী করে
অনেকে তা জানত না।

ভয়ে ভয়ে থাকত সবাই
করতো পরিকল্পনা
রাজা আমি দীর্ঘমেয়াদী
সময় কিন্তু অল্প না।

ভঙ্গ হলে স্বপ্ন আমার
দিতাম ভীষণ যন্ত্রণা
প্রতিবাদে মুখর হত
বলত আমরা যন্ত্র না।

অবশেষে হেরে গেলাম
শূন্য হল রাজ্যটা
গরীব ধনী সবাই পেল
তাদের আসল ন্যায্যটা।

২. দামের ঘোড়া

জিনিসপত্রের দাম কমে না
বাড়ে মূল্যের গতি রে
দামের ঘোড়া পাইল নাগাল
সহজ সরল মতিরে।

ডিম করলা ভেন্ডি সিমে
আকাশসম দাম বেড়ে
বাজার করতে গিয়ে মতির
গেছে গায়ের ঘাম বেড়ে।

পায় না মতি কোন গতি
বাজার করতে হাঁপাচ্ছে
মাছের মূল্য তেলের মূল্য
মতির পকেট কাঁপাচ্ছে।

সহজ সরল মতি এখন
পড়ল ভীষণ চিন্তাতে
যেটুক কামায় মতি রোজে
চলছে না যে দিন্ তাতে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।