কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ লাখ টাকার মূল্যের নিষিদ্ধ ম্যাজিক কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার করগাঁও হাওর থেকে এসব জাল জব্দ করা হয়।জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনর নেতৃত্বে করগাঁও হাওরের ইট ভাটার মাঠে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় উপজেলা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, বুধবার সকালে উপজেলার করগাঁও হাওরে অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ২টি বড় কোণাবেড় জাল ও ৩০ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়। জব্দকৃত জাল সমূহের বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। অভিযানের খবর পেয়ে জাল ব্যবহারকারীরা জাল রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইন দন্ডনীয় অপরাধ। মৎস্য বিষয়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।