ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে নজরুল হত্যা মামলার চার্জশীট থেকে মূল আসামিদের নাম বাদ,প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারি ইউনিয়নের বীর কাটিহারি গ্রামে পূর্ব বিরোধের জেরে গত বছরের ২২ এপ্রিল ঈদের নামাজ শেষে প্রতিপক্ষের হামলায় নিহত নজরুল ইসলাম (৪০) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামিসহ চারজনের নাম চার্জশীট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহতের ছোট ভাই মামলার বাদী ফাইজুল ইসলাম।

মামলার বাদী ফাইজুল ইসলাম অভিযোগ করে বলেন,দীর্ঘদিন যাবত আসামিদের সাথে বিভিন্ন বিষয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বীর কাটিহারি মোড়লবাড়ি এলাকায় ঈদগাহ মাঠে দুই পক্ষে তর্কে জড়িয়ে পড়ে।এরপর ঈদের নামাজ শেষে প্রতিপক্ষের লোকজন নজরুল ইসলামকে হত্যা করে।এ ঘটনায় হোসেনপুর থানায় ৩৬ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।মামলায় তদন্ত শেষে ১নম্বর আসামিসহ চারজনের নাম বাদ দেওয়া হয়।

মামলার পর থেকে আসামি পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে।এছাড়াও বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার ভাই নজরুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার চাই ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই।

সংবাদ সম্মেলনে নিহত নজরুল ইসলামের ছোট ভাই মো. ফাইজুল ইসলাম পিতা মফিজ উদ্দিন ভুইয়া, চাচা পারভেজ, চাচতো ভাই মো.এখলাস, সাইফুল ইসলাম দুলাল, মো: আবু তাহেরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।