ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার দুই ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জে সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে মঙ্গলবার
(২৭ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের সদর মডেল থানার বিপরীত পাশে যমুনা ডায়াগনস্টিক সেন্টার ও মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।পাশাপাশি এসময় আরেকটি মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জে সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে যমুনা ডায়াগনস্টিক সেন্টার এবং মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এ বিভিন্ন মেডিক্যাল টেস্ট রিপোর্ট পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।
যার ব্যবহারে ভুল রিপোর্ট প্রদান করার সম্ভাবনা তৈরি করার পাশাপাশি সেবা গ্রহণকারীগণ প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ নবরত্ন আয়ুর্ভেদিক তেল, Peel off Mask ব্যবহার এর জন্য আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল এবং জেলা ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটুসহ আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও সদর মডেল থানার টিম সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।