কিশোরগঞ্জের নিকলীতে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) সকালে
আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত,গীতা পাঠ, শপথ বাক্য,জাতীয় সংগীতের মাধ্যমে ৪৫ টি ইভেন্টে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ,আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
মোঃ শওকত রানা,নিকলী সদরের মেম্বার মোঃ নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, সাংবাদিক মোঃ হাবিব মিয়া,সাংবাদিক মোঃ আব্দুর রহমান রিপন, সাংবাদিক হিমেল আহমেদ,সাংবাদিক সৈয়দ হোসেন।
অনুষ্ঠানঠি সার্বিক পরিচালনা করেন আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক উম্মুল খায়ের নিশাত।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।স্বাগত বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শওকত রানা বলেন,খেলাধুলার মত ভাল এবং আনন্দময় সময় আর নেই।মন ও দেহ সুস্থ রাখতে প্রত্যেকের খেলায় সম্পৃক্ত থাকা উচিৎ এবং নিকলী
উপজেলা ভাইসচেয়্যারম্যান রিয়াজুল হক আয়াজ, আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ দিয়ে বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে।ভালো রেজাল্ট করতে যেমন ভালোপড়াশোনা করতে হয়,তেমনি শরীর ও মনকে প্রফুল্ল, সুস্থ রাখতে খেলাধুলা ও করতে হয়।