কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসন আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ২১’র প্রথম প্রহর অর্থাৎ সোমবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা।অর্থাৎ
কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -তপন উদযাপন করা হয়েছে। দিবসে উপলক্ষে ২১’র প্রহর অথাৎ মঙ্গলবার দিব গত রাতে শহীদ মিনারে ফুল
দিয়ে শদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা,এরপর একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা পরিষদ, নিকলী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকলী প্রেসক্লাব, নিকলী সদর ইউনিয়ন ও ফায়ার সার্ভিস, স্কুল কলেজের শিক্ষকও শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমির সুপারভাইজার আরাধন কুমার দেব,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা (জনি),
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, নিকলী থানার অফিসার ইনচার্জ , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,উপজেলা মৎস অফিসার জাহিদুল ইসলাম,মেডিকেল অফিসের ডাঃ সোহাগ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক রাকিব, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, উপজেলা সমাজসেব অফিসার আসিফ ইমতিয়াজ মনির,
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।