কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর অঞ্চলে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইটনা উপজেলার সদর ইউনিয়নের নগরহাটি পুরাতন বাজারে অবস্থিত ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনযোগ্য রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রটি ২০১৬ সাল থেকে সপ্তাহে ০১ দিন সেবা দিয়ে আসছিলো।তবে এখন থেকে সপ্তাহে ০৬ দিন করে চক্ষু সেবা প্রদান করা হবে এই মর্মে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ও নারী উদ্যোগ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই ভিশন সেন্টারটি কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের মাধ্যমে পরিচালিত হবে। এই ভিশন সেন্টারে শনি থেকে বৃ্হস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বল্পমূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান,ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন,ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী,অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডাঃমুনির আহমেদ,নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মাহবুবা খন্দকার।