বাজিতপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ইয়াকুব আলী গতকাল ১৬/২/২৪ইং রোজঃশুক্রবার সন্ধা ৬.৩০মিনিটে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন) তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাম্যবাদী বিপ্লবী সমাজ পরিবর্তনের লড়াইয়ে অন্যতম নেতা। ১৯৭১ সালে অত্র অঞ্চলের তিনিই প্রথম প্রফেসর যিনি ২৫ শে মার্চের পর তার বাবার নামে ইস্যু করা এক নালা বন্দুক হাতে নিয়ে মুক্তিযুদ্ব করেন। তিনি তার জিবনে অনেক বার কারাগারে আটক হন। জেল থেকে বেরিয়ে সাম্যবাদীদলে যোগ দেন এবং নেতৃত্ব দেন। সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। পরে দলে ভাঙ্গন দেখা দিলে তার অংশ নিয়ে ৯২ সালে তিন দল মিলে ঐক্য কংগ্রেসের মাধ্যমে একিভুত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠিত হয় তিনি সে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বাজিতপুর উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
আজ দুপুর দুই ঘটিকায় বাজিতপুর কলেজ মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় সম্মান শেষে জানাযা অনুষ্ঠিত হয়।উক্ত জানাযায় সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ করে।মৃত্যুকালে তিনি ৫,মেয়ে ১ ছেলে রেখে গেছেন। আজ ১৭/২/২৪ইং শনিবার দুপুর ২টার সময় কলেজ মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর পর তাঁর নিজ গ্রাম ছয়ছিড়া দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।