কিশোরগঞ্জের কটিয়াদীতে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। বাড়ছে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের দূর্ভোগ।আর শীতার্তদের কষ্ট লাঘবে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল কটিয়াদী বনগ্রামে কম্বল বিতরন করেছেন বাংলাদেশ যুবমহিলালীগের যুগ্ন সাধারন সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।
০১ ফেব্রুয়ারী বৃহঃবার সকালে কটিয়াদী বনগ্রামে নিজ বাড়ীতে এসব কম্বল বিতরন করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরনকালে
বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন শীতের তীব্রতায় মানুষের দূর্ভোগ বাড়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষগুলোকে একটু স্বস্থি দিতে এই কম্বল বিতরন।শীতবস্ত্র বিতরনকালে,বনগ্রাম ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা শেখ দিলদার,বনগ্রাম আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু হানিফ,সাবেক মহিলা মেম্বার,মাহমুদা বেগম,রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।