ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গুরুদয়াল সরকারি কলেজে বাহারি রঙের ফুলে শীতকালীন ফুল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
জানুয়ারি ১৭, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজে বাহারি রঙের ফুলে শীতকালীন ফুল উৎসবে মুগ্ধ হয়েছে ফুলপ্রেমীরা।বুধবার,(১৭জানুয়ারি) দিনব্যাপী ফুল উৎসবে ছিলো ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।ফুল উৎসব উপলক্ষে বসানো হয়েছে তোরণ।বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে হরেক রকমের ফুল। বিভিন্ন ফুলের স্টল ঘুরে দেখছেন ফুলপ্রেমীরা। ফুল উৎসব উপলক্ষে কলেজে ঘুরতে আসা আঃসালামের সঙ্গে কথা হয়।তিনি বলেন, ‘এখানে এসে বাহারী রঙের ফুল দেখে ভালো লেগেছে।ফুল উৎসবের খবর শুনে এখানে এসেছি।’দর্শনার্থী বাবুল মিয়া জানান আনন্দ-অনুভূতির কথা।শিক্ষার্থী প্রিনয়নী ও এসেছেন এ ফুলের রাজ্যে।তিনি বলেন, আজকের অনুভূতি একেবারেই অন্য রকম। পুরো কলেজ যেন নতুন রূপে সেজেছে।দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে।

ফুল উৎসবে ঘুরতে আসা লিয়া বলেন, ক্যাম্পাসটি ফুলে ফুলে সেজেছে।যা দেখতে অনেক ভাল লাগছে, ফুলের সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি। কলেজের শিক্ষার্থী অনন্যা বলেন,ফুলে ফুলে ভরে গেছে প্রিয় ক্যম্পাস।যা দেখে মুগ্ধ সবাই।শিক্ষার্থী সুইটি বলেন,কলেজে নানা রঙের ফুলের মৌ মৌ গন্ধে কেড়ে নিচ্ছে বিষাদ,অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসা বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল।ফুল উৎসবকে ঘিরে এ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।সব ফুল স্টল গুলি সাজানো হয় নবরূপে।প্রতিটি ফুলশেডকে রূপান্তর করা হয়েছে একেকটি স্টলে।ফুল উৎসবে যোগ দিতে দূর-দূরান্ত থেকে এসেছেন শিক্ষক শিক্ষার্থী সহ সব বয়সের মানুষ।
বুধবার কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দিনব্যাপি এ ফুল উৎসব।এ ফুল উৎসবের উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান।
ফুল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী সুবর্না বলেন, এটা ফুল প্রেমীদের মিলনমেলা।তাঁরা চান প্রতিবছর যেন এ মেলার আয়োজন হয়। এ উৎসবে মেতেছে পুরো এলাকা।উৎসবের উদ্বোধন শেষে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান বলেন,ফুল সুবাস ছড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সোপান হয়ে উঠেছে।প্রকৃতির ফুল ও ফলে এ জেলার ঐতিহ্য সুদীর্ঘকালের।এ ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ফুল উৎসবের।এ উৎসব ফুলচাষি, ব্যবসায়ী ও দর্শনার্থীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।ফুলকেন্দ্রিক শিল্পের বিকাশ এবং ফুলের বাণিজ্যিক সম্প্রসারণে এ উৎসব ভূমিকা রাখবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।