আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬২,কিশোরগঞ্জ -১(সদর-হোসেনপুর) আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন গণতন্ত্রী পার্টি মনোনীত কবুতর প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন।গত শুক্রবার,২৯ শে ডিসেম্বর দুপুরে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি বাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন এবং সেই সাথে এলাকার সর্বস্তরের জনগণের সাথে কবুতর প্রতীকের পক্ষে কুশল বিনিময় করেন।উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট গাজী এনায়েতুর রহমান,বিন্নাটি ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সভাপতি মো:কুতুবউদ্দিন মাস্টারের সভাপতিত্ব এবং কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির নেতা মো:দুলাল মিয়ার সঞ্চালনায় উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক মো:আশরাফ আলী,কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত কবুতর প্রতীকের প্রার্থী সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক ভূঁইয়াসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন গণতন্ত্রী পার্টির নেতাকর্মীগণ।উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা.শহীদুল্লাহ্ সিকদার বলেন,বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিমিময়ে এই দেশ স্বাধীন করেছে।এক সাগর রক্তের বিনিময়ে দেশটি আমরা সবাই মিলে স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য,মানবাধিকারের জন্য,ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য,সুষ্ঠু -গ্রহণ যোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে নির্বাচন বানচালের জন্য বিএনপি -জামায়াত ২০১৩,১৪,১৫ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল, এখনো একই কায়দায় সেটি করছে,এটি দিবালোকের মতো স্পষ্ট। কবুতর প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন বলেন,কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর)আসনের জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন।আগামী ৭ই জানুয়ারি ২০২৪ইং নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবেন।ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার।ভোটারবৃন্দ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন।সারের দাম কমানোর জন্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী,পেঁয়াজের দাম কমানোর জন্য কিশোরগঞ্জ সদর-হোসেনপুর মানুষ এই কবুতর মার্কা তৈরি করেছে।এই কবুতর মার্কা শুধু আমার না এটা কিশোরগঞ্জ-১ আসনের সবার মার্কা। সেই জন্য বলছি,সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মার্কায় নিজেরা ভোট দিয়ে আসবেন।গণতন্ত্রী পার্টি ভোটের মাঠে না গিয়ে ঘরে বসে থাকলে ভোট কেন্দ্রে এত মানুষ দেখা যাবে না।বিএনপি বলছে ভোটে মানুষের আগ্রহ নেই।