ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে -পুলিশ সুপার রাসেল শেখ

আশরাফুল ইসলাম রাজন, (কটিয়াদী প্রতিনিধি)
ডিসেম্বর ২৬, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।

২৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকল ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরও বলেন নির্বাচন নিয়ে কোনো ধরনের দুর্ঘটনা বা ভয়ভীতির কারন নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরেনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্ররাফ আলম, অষ্টগ্রাম সার্কেলের এএসপি সামুয়েল সাংমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান।
উপজেলার ০৯টি ইউনিয়নে ৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।