ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে চেতনানাশক স্প্রে করে অটো ছিনতাই,গ্রেফতার ৫

আশরাফুল ইসলাম রাজন, (কটিয়াদী প্রতিনিধি)
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলায় মামুন নামের এক চালককে চেতনানাশক ওষুধ স্প্রে প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই করেছে একটি চক্র।এ ব্যাপারে মামুনের বাবা মো.রিয়াজ উদ্দিন কিশোরগঞ্জ মডেল থানায় তাৎক্ষণিক একটি মামলা করেন। মামলার পর পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বব্রুনাকান্দা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো.শিপন মিয়া (২৫),কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাও গ্রামের মো.রতন মিয়ার ছেলে মোঃজাহাঙ্গীর আলম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাইজহাটি গ্রামের আব্দুল মুসলিম উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২), নান্দাইল থানার মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো. অংকুর মিয়া (২৮), একই থানার মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো. শাহীন খান (৩২)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে চৌদ্দশত বাজার থেকে মো.মামুন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশায় শিপন মিয়া ও মো. জাহাঙ্গীর আলম ও অজ্ঞাতনামা আরো একজন যাত্রীবেশে ২৫০ শয্যা সদর হাসপাতালের দিকে রওয়ানা হয়।এ সময় মোটরসাইকেল যোগে অপর একজন অজ্ঞাতনামা ব্যক্তি পর্যবেক্ষণ করতে থাকে।পথিমধ্যে অটোচালক মো. মামুন মিয়াকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে জেলা সদরের লতিফাবাদ ইউনিয়নের মায়াকানন পার্কের বিপরীত পাশে জনতা বাজারগামী পাকা রাস্তার পাশে মাসুমের বাড়ির সামনে ফেলে রেখে অটো ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ সুপার জানান, তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরায় ধারণকৃত ছিনতাইকারীর একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে এলে এ ব্যাপারে অনুসন্ধান করে অটো ও মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করি। ঘটনার সাথে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।