গতকাল ১৪ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ ঘটিকায় গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল ( মায়াকানন) ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা:শহীদুল্লাহ্ সিকদার।সভায় শহীদ বুদ্ধিজীবী দের আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খায়রুল আলম, এ্যাড. ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক হরি প্রসাদ মিত্র, প্রচার সম্পাদক জনাব কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব আবুল শাদীদ আহমেদ সাদী, সদস্যu জনাব সাইফুল ইসলাম খানসহ প্রমুখ।সভাপতি তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দের আত্মত্যাগ সম্পর্কে আলোচনায় বলেন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর মৌলবাদী শক্তি রাজাকার আল বদর,আল- শামস, জাতিকে মেধা শূন্য করার জন্য এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দের নৃশংস ভাবে হত্যা করে। আজকেও আবার ঐ জামাত শিবির মৌলবাদী শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ ভাবে শহীদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণের মাধ্যমে তাঁদের রক্তঋণ শোধ করবে বলে আমরা বিশ্বাস করি।
সভা পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।
সকালে মীরপুর শহীদ বুদ্ধি জীবী স্মৃতি সৌধে পার্টির পক্ষ থেকে সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী হীরা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খায়রুল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র, কামরুল ইসলাম, শফি রেজা নূর মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল শাদীদ আহমেদ সাদী, সাইফুল ইসলাম খান প্রমুখ শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি প্রদান করেন।
সব শেষে পার্টির সাবেক সভাপতি প্রয়াত জননেতা নুরুল ইসলাম ও পুত্র ইসলাম তমোহর পুচি ‘ র কবর জিয়ারত করা হয়।