ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ের বার্ষিক মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম রাজন, (কটিয়াদী প্রতিনিধি)
নভেম্বর ২৩, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক শিল্প ও সাংস্কৃতি বিষয়ের মূল্যায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বৃহঃপতিবার সকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় এই শিল্প-সংস্কৃতি মূল্যায়ন উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম মেম্বার ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ মাজহারুল ইসলাম,পরে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তাকদীর বিন আকিব। উক্ত শিল্প ও সংস্কৃত বিষয়ক মূল্যায়ন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরীন আক্তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্প সংস্কৃত বিষয় উপস্থাপনা করে পাপেট নিয়ে একটি গান পরিবেশন করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাজেরা আক্তার, বিষয় উপস্থাপনা নিয়ে কবিতা আবৃতি করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ মিলন। অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃত বিষয়ে বাস্তবধর্মী শিক্ষা লাভের জন্য পল্লীগীতি, জারিগান, ভাটিয়ালি, গান পরিবেশন করা হয় ‌‌। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন গচিহাটা কলেজের সংগীত শিক্ষক এ কে এম জসীমউদ্দীন হিরু এবং করগাঁও ইউনিয়ন সাংস্কৃতিক সংঘের সংগীত শিল্পী বৃন্দগন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ রব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃত বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।