ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ ভৈরবে ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলীকে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কা,১৫জনের মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম রাজন, (কটিয়াদী প্রতিনিধি)
অক্টোবর ২৩, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় কিশোরগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ট্রেনের তিনটি বগি দুমড়েমুচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেঘটনাস্থল থেকে তোলা ছবি ।এতে অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদদ্দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে,ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল।তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর গোধূলী ট্রেনটি ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে।ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে।১৫ জনের মরদেহ উদ্ধার। বহু হতাহতের শঙ্কা।উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে,ঢাকার সাথে,চট্টগ্রাম, সিলেট,নোয়াখালী ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।