জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিট পুনর্গঠিত হয়েছে।গত ১৮সেপ্টেম্বর -২০২৩ ইং(সোমবার) সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী কালীবাড়ি,কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মর্ডান ডেন্টাল ক্লিনিক”ভোরের আলো সাহিত্য আসর”কার্যালয়ে শামছুল মালেক চৌধুরীর সভাপতিত্বে এই পুণর্গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ময়মনসিংহ বিভাগের কার্যকরী সদস্য মোঃ ফারুকুজ্জামান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ উপজেলা ইউনিটের সহসভাপতি আজিজুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো: সারোয়ার জাহান, যুগ্ম সম্পাদক আবুবাকার সিদ্দিক (জুয়েল), জ্ঞান তীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক ও ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা ডাঃ হীরা মিয়া।আলোচনা পর্যালোচনা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিটের ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।উপস্থিত সদস্যদের মতামতের ওপর ভিত্তি করে পূর্বের সভাপতি শামছুল মালেক চৌধুরী (লিটন)কে(দৈনিক সকাল বেলা) পুনর্বহাল করা হয়।পুণর্গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মোঃহুমায়ুন কবীর রেহান (ভোরের আলো বিডি),সহ-সভাপতি হাজী মোঃ আবুসাঈদ (নিউজ সেভেনটিন), সাধারণ সম্পাদক পুলক কিশোর গুপ্ত (দৈনিক সমাজ সংবাদ),নারী বিষয়ক সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী (দৈনিক আমার সংগ্রাম),কার্যকরি সদস্য সুজন চন্দ্র দাস (বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ, দৈনিক সমাজ সংবাদ), কার্যকরি সদস্য,মোঃ রবিউল ইসলাম (দৈনিক বাংলার দূত),বীর মুক্তিযোদ্ধা ডা:মো:ছিদ্দিক হোসাইন,মোঃ ফরিদ মিয়া প্রমুখ।সর্বশেষে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা স্ব-স্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সবাই একযোগে স্বাধীনতাবিরোধী একই নামের সাংবাদিক সংস্থা তৎপরতা মোকাবেলায় সম্মুখে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ১৯৭১ এর ন্যায় আবার গর্জে ওঠার অঙ্গিকার ব্যক্ত করে সভাপতি শামছুল মালেক চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে সংস্থার পূণর্গঠন সভার সমাপ্তি ঘোষণা করা হয়।