দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃনমূল পর্যায়ে তুলে ধরতে ও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তৃনমূল আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়া নিকলী উপজেলার জারইতলা, রোডারপুড্ডা বাজার এবং নিকলী সদর ইউনিয়নে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে গনসংযোগ
পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক,সিআইপি, বাবু সুব্রতপাল।বৃহঃপতিবার ৩ আগস্ট সকাল ১০ টায় শুরু হওয়া গনসংযোগ ও কুশলবিনিময়ের সময় নিকলীতে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাবু সুব্রতপাল।এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক,আতাউর রহমান উজ্জ্বল,জেলা যুবলীগ নেতা,বাছির উদ্দীন রিপন,রাশেদ পল্লব,নিকলী সদর ইউনিয়নের চেয়্যারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ,বাজিতপুর থানা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরন্নবী হোসেন নিলয়,ছাত্রলীগ নেতা সোহেল সহ সকল সহযোগি অঙসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।দ্বাদশ জাতীয় নির্বাচন কে ঘিরে চায়ের কাপে জমে ওঠেছে নির্বাচনী আলোচনা-সমালোচনা।কিশোরগঞ্জ ৫ আসনে নিকলী-বাজিতপুরে নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে নৌকা প্রতীকের প্রচারনা শুরু করেছেন বাবু সুব্রতপাল।মাঠ পর্যায়ে আশানূরুপ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী।কিশোরগঞ্জ ৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যারা আছেন,তাদের মধ্যে তৃনমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা তিনি।নিকলী-বাজিতপুরের মানুষের মনে আস্থা,বিশ্বাস,নির্ভরতার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।তাকে ঘিরে তৃনমূল আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙসংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত।আসন্ন জাতীয় নির্বাচনে তিনি মনোনীত হবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।