ঈদের পর গত ১জুলাই রোজ শনিবার শহরের উবাইপার্কে অনুষ্ঠিত হলো এসএসসি’ ৯৫ এর সকল বন্ধুদের নিয়ে এসএসসি’ ৯৫ এসোসিয়েশন, কিশোরগঞ্জ এর ঈদ পুনর্মিলনী-২০২৩ অনুষ্টান।
প
বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপক্ষো করে কিশোরগঞ্জ এর বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে,বিপুল সংখ্যক বন্ধুর স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি একটি বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো হোসেনপুর উপজেলা,কটিয়াদী উপজেলা,করিমগঞ্জ উপজেলা,তাড়াইল উপজেলা,ইটনা উপজেলা,পাকুন্দিয়া উপজেলা,নিকলী উপজেলা।সকলের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।তাদের কে এমন আবহাওয়ার মধ্যে অনেক কষ্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ৯৫ ব্যাচের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ রুবেল আহম্মদ খাঁন।
তিনি আরো বলেন,সকলের এমন অংশগ্রহণ যে কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেই অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে।
অনেক বন্ধু রেজিষ্ট্রেশন করেও ভীষন ইচ্ছে থাকা স্বত্ত্বেও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। তাদের কে অনেক অনেক মিস করেছে উপস্থিত বন্ধুরা। আর যারা অল্প সময়ের এই আয়োজনের ব্যাপারে জানতে পারোনি তাদের কে আগামী যে কোন অনুষ্ঠানের অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি। বিশ্বাস করি ভবিষ্যতের যে কোন অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করে অনুষ্ঠানের সকল কার্যক্রমের অগ্রভাবে থাকবে।
সকাল থেকে বৃষ্টিতে কাক ভেজা হয়ে অনুষ্ঠান স্থলে আসার পর একপ্রকার বন্দী হয়েই সকলে অনুষ্ঠান উপভোগ করেছে। আর সেই সময়টাতে মঞ্চে সবার মাঝে তিন বন্ধু সকলে আনন্দ না দিয়ে ছাড়েনি। তাদের মধ্যে শায়লা পারভীন পিয়া, মোঃ গিসুন, আর মোঃআবু হোরায়রা অন্যতম।তিনজন মিলে তাদের দুষ্টু মিষ্টি কথায় আর হাস্যরসে সবাই কে মুগ্ধ করে রেখেছে। এই তিন মিষ্টি বন্ধুকে অনুষ্ঠানের সকলের পক্ষ থেকে অভিনন্দন
যে সকল বন্ধুরা কষ্ট করে এমন বৈরী আবহাওয়ার মধ্যে নিজের পরিবারের প্রয়োজনীয় কাজ কে পিছনে ঠেলে দিয়ে চলে এসেছিলে আবেগের এই অনুষ্ঠানে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন মোঃরুবেল আহমেদ খাঁন ও শরীফ।