ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

আশরাফুল ইসলাম (রাজন), কটিয়াদি প্রতিনিধি
জুন ১৮, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলানিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল,
জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া,সহ-সভাপতি মামুন উজ্জ্বল,যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল হক সিদ্দিকী রকি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল,কোষাধ্যক্ষ মাহবুব আলম,প্রচার সম্পাদক ইমরান হোসেন,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতাউল হাসান দিনার,পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজন,দৈনিক আমার সংবাদের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি মো:আব্দুল জলিল,হোসেনপুরের সাংবাদিক আবু সুফিয়ান রাজু,বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের নজিরবিহীন শাস্তির দাবি জানান বক্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।