দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৮ মে রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন সারোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে ডাংগেরগাঁও, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই মত বিনিময় ও আলোচনা সভা সমুহ অনুষ্ঠিত হয়েছে।
করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন সারোয়ার হোসেনের সভাপতিত্বে, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা সমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি।
উক্ত মত বিনিময় ও আলোচনা সভার সভা সমুহে উপস্থিত থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন লস্কর (মোহন), কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, চাঁন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ মুরাদ , কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমাদুল হাসান খান মামুন, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ: খালেক সরকার রাজু,মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার বোরহান উদ্দিন, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন লিটন, যুগ্ন সাধারন সম্পাদক আসির উদ্দিন বকুল, করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, করগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কর্নেল,করগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক সরকার,কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী এস.এম.বায়জীদ, ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি নূর মোহাম্মদ এম পি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরে বলেন বর্তমান সরকারের এই উন্নয়নের ধারা কে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সকল কে কাজ করার আহ্বান জানান।
এ সময় সভা সমুহে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়া ও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন।