ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির সংস্কার শুরু

ডেস্ক এডিটর
মে ২৪, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

 

অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কিশোরগঞ্জের কটিয়াদীতে পৈতৃক বাড়িটি ৫১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। শুক্রবার সকালে সংস্কার কাজ পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, উপপরিচালক মাইনুর রহিম, প্রকৌশলী জাহিদুল করিম, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানসহ অন্য কর্মকর্তারা।
মহাপরিচালক চন্দন কুমার দে জানান, পরিত্যক্ত ও জরাজীর্ণ বাড়িটির মূল কাঠামো ঠিক রেখে সংস্কার কাজ করছি। জুলাই-আগস্টের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করি। বাড়িটির সীমানা নির্ধারণ করতে উপজেলা প্রশাসনকে বলেছি। সীমানা প্রাচীর নির্মাণ ও পুকুর সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। ২০১২ সালে ৭০ লাখ টাকা ব্যয়ে বাড়িটির পাশে অতিথিশালা নির্মিত হওয়ায় দর্শনার্থীরা স্বল্প খরচে থাকতে পারছেন ।
২০২১ সালে ২৯ ডিসেম্বর সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ পরিদর্শনে এসে বাড়িটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীলকুঠির স্থাপনা রক্ষার জন্যও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।