বর্নাঢ্য আয়োজনে শেষ হয়েছে শীর্ষ বিদ্যাপিট জারইতলা স্কুল এন্ড কলেজ বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।শনিবার (১৮ মার্চ) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ আফজাল।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিকলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর এ্যাড আবু নাসের ফারুক সন্জু, নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আসাদুল হক লিটন প্রমুখ।এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:শাহজাহান সিরাজ,জারইতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দিন,করগাঁও এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারইতলা স্কুল এন্ড কলেজের সভাপতি ও জারইতলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাতেন।জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:বেলায়েত হোসেন বাদল বলেন,নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হবার মতো বিজয় অর্জন করবে।সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন,মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,যেমন খুশি তেমন সাজো,স্কুলের শিক্ষক -শিক্ষিকা,অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় প্রভৃতি।সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ,গান,ফ্যাশন-শো সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকষর্ণীয় পুরস্কার প্রদান করা হয়।এছাড়া নিকলি, কটিয়াদী উপজেলার অনেক মানুষ ও কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।