ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কিশোরগঞ্জ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষাঙ্গন
  9. শোক সংবাদ
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার-আশরাফুল ইসলাম রাজন
মার্চ ১৫, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ মার্চ ২০২৪ সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দূর্গা রানী সাহা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন,নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডাঃতানজিল নাইম, নিকলী সরকারি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক খাইরুল আলম,হো‌টেল রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি,দোকান মা‌লিক স‌মি‌তি, এল‌পি‌জি গ‌্যাস ব‌্যবসায়ী স‌মি‌তি,ফি‌লিং স্টেশন মা‌লিক সমি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তি, বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি,যুব ও‌য়েল‌ফেয়ার এ‌সো‌সি‌য়েশ‌নের সদস‌্যবৃন্দ,এন‌জিও প্রতি‌নি‌ধি,সাংবা‌দিক, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি ও ভোক্তা সাধারণ স‌ক্রিয়ভা‌বে অংশগ্রহণ ক‌রে তা‌দের মতামত ব‌্যক্ত ক‌রেন।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এ সময় তার বক্তব্যে বলেন, রমজা‌নে প‌ণ্যের সরবরা‌হে কোন ঘাট‌তি হ‌বে না ব‌লে নিশ্চয়তা প্রদান ক‌রেন। রমজান‌ের ভিতর বাজার ম‌নিট‌রিং জোরদার করা হ‌বে উ‌ল্লেখ ক‌রে তি‌নি সকল‌কে সজাগ থাকার আহ্বান জানান।তি‌নি জানান, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর প্রয়োগ ক্ষেত্র ব‌্যাপক। নি‌জে‌দের কল‌্যা‌ণের স্বা‌র্থে যুগান্তকারী আইন‌টি বাস্তবায়‌নে তি‌নি সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।