কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের ‘বিন্নাটি মিশু বিদ্যা নিকেতন’এর বার্ষিক ক্রীড়া,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ই মার্চ ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় রহিম-ছাত্তার আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,’পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ’র উপদেষ্টা মোঃশফিকুল ইসলাম,উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,’হৃদয়ে কিশোরগঞ্জ’সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধার সন্তান মোছা:মাছুমা আক্তার,
মিশু বিদ্যা নিকেতন এর পরিচালক মো:নূরে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম-ছাত্তার আইডিয়াল কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:জসীম উদ্দিন,এডভোকেট আবুল হাশেম এন্ড ফ্রেন্ডস মডেল একাডেমী’র প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র সরকার,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক রিপন চন্দ্র সরকার,৭নং বিন্নাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো:কামরুল ইসলাম,মো:আফজল মোল্লা,’পরেশ কিশোর গুপ্ত স্মৃতি কল্যাণ পরিষদ’র প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক পল্লব কিশোর গুপ্ত,সমাজ সেবক সাগর কিশোর গুপ্ত,কিশোরগঞ্জ সদর সাব-রেজিষ্ট্রী অফিসের সাংগঠনিক সম্পাদক মো:নুরুল হক সরকার,সংগীত শিল্পী দেবাশীষ বণিক,সমাজ সেবক রামতোষ ভৌমিক,’কিশোরগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব’এর সভাপতি পুলক কিশোর গুপ্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন প্রান্ত ভৌমিক,সহযোগিতায় ছিলেন নাজমুল হক এবং মো:জাকারিয়া।শুভেচ্ছান্তে ছিলেন মিশু বিদ্যা নিকেতন এর শিক্ষিকা দোলন ভৌমিক ও রিপা আক্তার।সংগীত পরিবেশনায় ছিলেন দেবাশীষ বণিক,প্রান্ত ভৌমিক,অনন্ত ভৌমিক ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ্য যে অভিভাবকদের বালিশ খেলা,শিক্ষার্থীদের মোরগলড়াই,দৌড়,বিস্কুট দৌড়,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বক্তব্য,গান,নৃত্য,অভিনয়সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শান্তনা পুরুষ্কার এবং বিজয়ীদের ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের বিজয়ী পুরুষ্কার প্রদান করা হয়।সেই সাথে প্রধান অতিথি মো:শফিকুল ইসলাম চেয়ারম্যান কে এবং মিশু বিদ্যা নিকেতন এর শিক্ষিকা দৌলন ভৌমিক ও রিপা আক্তার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।