কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টায় ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) দিনব্যাপী ভাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পবিত্র কুরআন তিলোয়াত,জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন সহ আরো নানা কর্মসূচি পালনের মাধ্যমে বণার্ঢ্য আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আইডিয়াল স্কুলের সভাপতি মোঃশিবলু মিয়ার সভাপতিত্বে ও ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান খোকনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ জেলা পরিষদের ২ বারের নির্বাচিত সদস্য,তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান জামান।প্রধান মেহমান হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,বেলায়েত হোসেন বাদল,
জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম রবিন,কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ যগলু মিয়া,সাজনপুর আটারোবাড়িয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সুধীর স্যার।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান খাঁন মামুন,উত্তর ভাট্টার সমাজসেবক হাজী মোঃ আজিজুল ইসলাম।
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়্যারম্যান রোকসানা আক্তার,যুবলীগ নেতা সোহেল মিয়া,করগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মোস্তফা,
পৃষ্টপোষকতায় ছিলেন
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কটিয়াদী শাখার সভাপতি শামীম আহম্মেদ শাহীন,দীপ্ত মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক সৈয়দ আজহারুল ইসলাম,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কটিয়াদী শাখার সিনি.সহ-সভাপতি মীর মোরশেদ আলম এবং মেধা বিকাশ কেজি একাডেমীর পরিচালক মোবারক হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রতন মডেল একাডেমীর পরিচালক মোঃ বদরুল আলম এবং ক্রীড়া পরিচালনায় ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন কটিয়াদী শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দীন।
এই উপলক্ষে ভাট্টা প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ,বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে।এছাড়াও ন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাধ্য যন্ত্রের তালে তালে বিভিন্ন ধরনের নিত্য পরিবেশন করে।অনুষ্ঠানটি আগত সম্মানিত অতিথি এবং দর্শকবৃন্দদের ব্যাপক দৃষ্টিনন্দন করে।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান মেহমান কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতি বছরের ন্যায় ন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,অভিবাবক সহ নানা শ্রেনীপেশার লোকজন উপস্থিত থেকে ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন।