অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বর্ষবরণ ১৪৩০ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈশাখের প্রথম সকালে ‘এসো হে বৈশাখ, এসো এসো…’ রবিঠাকুরের গানের মধ্য দিয়ে এডাস্টে শুরু হয় বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন, নৃত্য, আবৃত্তি, দেশাত্মবোধক ও বৈশাখের গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) জনাব এ.কে.এম দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সুলতানা পারভিন, সেলিনা বেগম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. কামরান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে রং তুলির আচড়ে বাহারি আলপনা আঁকে। নববর্ষের ব্যানার, ফেস্টুন ও মাটির কলস দিয়ে সুসজ্জিত করা হয় এডাস্ট ক্যাম্পাস।